২৮ বছর আত্মগোপন থেকে ধরা পড়লেন সাজাপ্রাপ্ত আসামি

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুন ২০২১, ১৫:২৮

ডাকাতি মামলায় সাত বছর কারাদণ্ড হয়েছে এমন খবর শুনে পালিয়ে যান সাজাপ্রাপ্ত আসামি হাসেম মিয়া। তার বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কুঠুরাগাও গ্রামে।

গত মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ র‌্যাব-১৪ থেকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। এর আগে গত রবিবার র‌্যাব-১৪ গোপন সংবাদে হাসেম মিয়ার অবস্থান নিশ্চিত করে। এরপর ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদরের কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে হাসেম মিয়াকে গ্রেপ্তার করে র‌্যাব।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, র‌্যাব হাসেম মিয়াকে থানায় হস্তান্তর করার পর আদালতে নিলে আদালত হাসেম মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তাকে তারাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৪ সূত্র জানায়, ১৯৯২ সালের ১০ ডিসেম্বর ডাকাতির অভিযোগে গৌরীপুর থানায় হাসেম মিয়ার নামে একটি মামলা হয়। ওই মামলায় আদালত হাসেম মিয়াকে সাত বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি হাসেম মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন আদালত। এ খবর শোনার পর তিনি পালিয়ে যান। পালিয়ে থাকা অবস্থায় কেটে যায় দীর্ঘ ২৮ বছর।

র‌্যাব-১৪-এর মিডিয়া অফিসার আনোয়ার হোসেন জানান, হাসেম মিয়া তার পরিচয় গোপন করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় কাঞ্চনপুর এলাকায় বিয়ে করে দীর্ঘদিন ধরে সংসার করে আসছিলেন। ওই এলাকায় তিনি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

(ঢাকাটাইমস/১৬জুন/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :