নির্বাচনে যাওয়ার ঘোষণা: সিলেট বিএনপি নেতাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ জুন ২০২১, ১৫:৪৩ | প্রকাশিত : ১৬ জুন ২০২১, ১৫:৩৪

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকার অভিযোগ তুলে উপনির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে দলীয় এই সিদ্ধান্তকে তোয়াক্কা না করে সিলেট-৩ আসনের উপনির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়ায় বিএনপি নেতা শফি আহমেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।

মঙ্গলবার রাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্যের কাছে নোটিশ পাঠানো হয়। দলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো চিঠিতে তিন দিনের মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এমরান সালেহ প্রিন্স।

প্রিন্স বলেন, আসন্ন উপনির্বাচনগুলোতে বিএনপি অংশ না নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তারপরেও সিলেট-৩ আসন থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমেদ চৌধুরী নির্বাচন করার ঘোষণা দেয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তার জবাব দেয়ার জন্য বলা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, শফি আহমেদ চৌধুরীকে পাঠানো চিঠিতে উল্লেখ ছিল, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ভাবে ভেঙে পড়ায় এবং বর্তমান নির্বাচন কমিশনের অযোগ্যতা ও প্রতিটি নির্বাচনী সরকারের নগ্ন হস্তক্ষেপ কারণে গত ২২শে মে তারিখে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদের সিলেট-৩, লক্ষীপুর-২, ঢাকা-১৪ এবং কুমিল্লা-৫ আসনের উপ নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলের এই সিদ্ধান্ত ইতিমধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে এবং তা বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, আমরা লক্ষ্য করছি যে, আপনি দলের সিদ্ধান্ত অমান্য করে আসন্ন জাতীয় সংসদের সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার বিভিন্ন সংবাদপত্রে সেটি প্রকাশিত হয়েছে। এছাড়াও আপনার একটি ভিডিও ক্লিপ পাওয়া গেছে যেখানে আপনি আসন্ন উপনির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়ে অনেক কথা বলেছেন। আপনার এ ধরনের বক্তব্য ও আচরণ দলের সিদ্ধান্ত এবং শৃঙ্খলা পরিপন্থী বিধায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন দিন অর্থাৎ ১৮ জুনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ জানাচ্ছি।

(ঢাকাটাইমস/১৬জুন/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :