ভৈরবে ডাকাত সন্দেহে তিনজন গ্রেপ্তার

প্রকাশ | ১৬ জুন ২০২১, ১৬:০০ | আপডেট: ১৬ জুন ২০২১, ১৬:১১

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকটাইমস

কিশোরগঞ্জের ভৈরবে ডাকাত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গত বুধবার গভীর রাতে পৌর শহরের কালিপুর মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- পৌর শহরের কালিপুর গ্রামের সারোয়ার, রাজন ও নয়ন মিয়া। তাদের থেকে একটি ধারালো রামদা ও একটি ছুরি উদ্ধারসহ জব্দ করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালীপুর গ্রামের মধ্যপাড়া এলাকার একটি অটো গ্যারেজের সামনে কিছু লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে জড়ো হয়েছে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। তাৎক্ষণিক ভৈরব থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে। এসময় পুলিশের উপস্থিতিতে বাকি কয়েকজন দৌড়ে পালিয়ে যায়।

ভৈরব থানার ওসি শাহিন জানান, জিজ্ঞসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছে।  গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মামলা করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৬জুন/পিএল)