করোনায় ফুলবাড়ির সীমান্তঘেঁষা বাসিন্দার মৃত্যু

প্রকাশ | ১৬ জুন ২০২১, ১৭:৪২

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তঘেঁষা এক বাংলাদেশি নাগরিক করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত আবেদ আলীর (৫২) বাড়ি উপজেলার সদর ইউনিয়নের নাখারজান এলাকার আন্তর্জাতিক মেইন পিলার-৯৪১ এর পাশ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে। তার বাবার নাম আলীম উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাস করোনা আক্রান্ত আবেদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত আবেদের ছেলে মমিন বলেন, ‘আমার বাবা গত ৫ জুন গুরুতর অসুস্থ হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ১৩ দিন করোনা আইসোলেশনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার সকালে সাড়ে ৭টার দিকে তার মৃত্যু নিশ্চিত করেন রংপুর করোনা ইউনিটের চিকিৎসক।’

সীমান্তবাসীরা জানান, করোনা আক্রান্ত আবেদ আলীর বাড়ি নাখারজান সীমান্তের ৯৪১ নম্বর পিলার থেকে ১০০ গজ বাংলাদেশের ভিতরে। আবেদের শ্বশুরবাড়ি ৯৪১ নম্বর পিলার থেকে ১০০ গজ ভারতের ভিতরে নোম্যান্স ল্যান্ড ভারতের সাহেবগঞ্জ থানার সেউটি-২ গ্রামে। শ্বশুরবাড়ির লোকজন সব সময় আবেদ আলীর বাড়িতে যাতায়াত করেন। এ অবস্থায় ভারতীয়দের আসা-যাওয়া ঠেকাতে সীমান্ত এলাকায় প্রশাসনের নজরদারী বৃদ্ধির দাবী জানান সীমান্তবাসীরা।

ফুলবাড়ী হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহে ফুলবাড়ী উপজেলায় এক শিশুসহ করোনা আক্রান্ত হয়েছে ১১ জন।

(ঢাকাটাইমস/১৬জুন/কেএম)