রাজবাড়ীতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুন ২০২১, ২০:১০

রাজবাড়ীতে গ্রামীণ অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার ২৬৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় সরকারের ২০২০-২০২১ অর্থবছরের টিআর প্রকল্পের আওতায় রাজবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংরক্ষিত মহিলা আসন-৩৩৪ এর সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন হস্তান্তর করেন।

সেলাই মেশিন বিতরণকালে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মো. সায়েফের সভাপতিত্বে বক্তব্য রাখেন সালমা চৌধুরী রুমা।

সদর উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হাসানের সঞ্চালনায় রাজবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আতাউর রাহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ার হোসেন বক্তব্য রাখেন।

২৫ লাখ দুই হাজার টাকার টিআর প্রকল্পের আওতায় রাজবাড়ী সদর উপজেলায় ২৬৫টি এবং গোয়ালন্দ উপজেলায় ৬৭টি সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। গোয়ালন্দের সেলাই মেশিনগুলো বৃহস্পতিবার বিতরণ করা হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৬জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :