২২ দিনের জন্য আটকে গেলো বিয়ে!

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুন ২০২১, ২০:২৭

চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জে জন্ম নিবন্ধন অনুযায়ী কনে ইয়াসমিনের বয়স মাত্র ২২ দিনের ব্যবধানের জন্য স্থানীয় পৌর কাউন্সিলরের হস্তক্ষেপে বিয়ের অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ পৌরসভার দক্ষিণ টোড়াগড় গ্রামের ইলিয়াস মিয়ার মিজি বাড়িতে।

হাজীগঞ্জ পৌরসভার দক্ষিণ টোড়াগড় গ্রামের ইলিয়াসের মেয়ে ইয়াসমিন আক্তার। তার বয়স প্রায় ১৮ বছর। জন্ম নিবন্ধন অনুযায়ী ইয়াসমিন আক্তারের বিয়ের জন্য উপযুক্ত বয়স হতে এখনো ২২ দিন বাকি আছে। এ অবস্থার তার বিয়ে হলে সেটি বাল্যবিয়ে হবে।

কনে ইয়াসমিন আক্তার পাশের গ্রামেই বিয়ে ঠিক হয়েছিল ইয়াসমিনের। সব প্রস্তুতি ও পুরোপুরি সম্পন্ন হয়ে গেছে। রান্নাবান্নাও শেষ। বর নিয়ে মেহমান আসার অপেক্ষায় আছে কনের বাবা ইলিয়াস মিয়া। তার কাছে হঠাৎ করে একটি ফোন আসে। অপর প্রান্ত থেকে স্থানীয় পৌর কাউন্সিলর বললেন, ‘আপনার মেয়ের বিয়ের বয়স এখনও পরিপূর্ণ হয়নি।’

এরপর জরুরি ভিত্তিতে ইয়াসমিনের বাবা-মাকে পৌরসভায় ডাকা হলো। সেখানে অবশেষে হাজীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার উপস্থিত হয়ে বাল্যবিয়েটি বন্ধ করে দেন।

বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করে সানজিদা মজুমদার বলেন, ‘হাজীগঞ্জ পৌর এলাকার দক্ষিণ টোড়াগড় গ্রামের ইলিয়াছ মিয়ার মেয়ে ইয়াসমিন আক্তারের বিয়ে পাশের গ্রামের এক যুবকের সঙ্গে পারিবারিকভাবে ঠিক করে। মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত তাদের বিয়ের কার্যক্রম চলছিল। পরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের মাধ্যমে খবর পেয়ে আমি ও আমাদের বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে জানিয়েছি।’

ইয়াসমিনের জন্ম নিবন্ধন অনুযায়ী তার বিয়ের বয়স ২২ দিন কম থাকায় এটি বাল্যবিয়ের আওতায় পড়েছে। সেজন্য ওই বিয়ে বন্ধ করে আগামী এক মাস পর বিয়ের কাজ করার পরামর্শ দেয়া হয়। পরে ইয়াসমিনের বাবা অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।

সানজিদা মজুমদার বলেন, ‘আমাদের উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার বাল্যবিয়ে প্রতিরোধে বদ্ধপরিকর। সেই সঙ্গে আমরাও একমত। এজন্য বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করছে এখানকার কমিটি।’

(ঢাকাটাইমস/১৬জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :