বগুড়ায় পৌঁছেছে চীনের সিনোফার্মের তৈরি টিকা

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুন ২০২১, ২১:১২

বগুড়ায় পৌঁছেছে চীনের সিনোফার্মের তৈরি ৩৪ হাজার ৫০০ টিকা। বুধবার সকাল ১০টায় টিকাবহনকারী গাড়িটি জেলা স্বাস্থ্য দপ্তরে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন।

ডেপুটি সিভিল সার্জন জানান, চীনের পাঠানো ৩৪ হাজার ৫০০ ভায়াল টিকা গ্রহণের পর আইএলআরে (আইস লাইনড রেফ্রিজারেটর) সংরক্ষণ করে রাখা হয়েছে। এক ভায়াল দিয়ে তিনজন করে মোট ১ লাখ ৩ হাজার ৫০০ জনকে এই টিকার ১ম এবং ২য় ডোজ প্রদান করা হবে। তবে এই টিকা কারা পাবেন এবং কবে থেকে দেওয়া শুরু হবে এর নির্দেশনা এখনও পাওয়া যায়নি। অল্প সময়ের মধ্যে স্পষ্ট নির্দেশনা আসবে। এরপর আমরা জানাতে পারব বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৫জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :