রসের বাক্যবাণ

প্রকাশ | ১৭ জুন ২০২১, ১৪:২৬

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

আমি যখন ঘুমের ঘোরে,

বাঁধা তোমার বাহুর ডোরে,

কে এসেছে চুরিসারে

কুঞ্জবনের এই বাসরে?

শ্যামের খোঁচায় পিত্ত জ্বলে,

তবু রাধা হেসে বলে,

রাধারমণ কিসের ছলে

এলেন কৃষ্ণপ্রিয়ার ঘরে?

 

মথুরার ওই শ্যামল গোঠে,

কতো কতো গোপী জোটে,

কামের দামে বিকায় হাটে

রমণ কলা থরে থরে।

শ্যামের কেবল লীলায় মতি,

কেউ এলে তার কী-বা ক্ষতি?

 

তার লীলায় কি পড়ে যতি

শয্যা যদি কাঁপে ঝড়ে?

দেহের তিয়াস নিয়ে যদি,

বুকে জড়ায় কামের নদি?

 

ক্যামনে তারে প্রাণে বধি

যমুনায় যে ডুবে মরে?

বলতে আমি লাজে মরি,

নাম যে আমার রাসেশ্বরী,

শ্যাম যে আমার মনবিহারী

সেই রটনা চরাচরে।

কে এলো আর কে-বা গেলো

ভাবে কারা মন মজালো

কারা রাধার প্রণয় পেলো

চোখ মুদেও শ্যাম তা জানে,

 

লীলা কি আর শিলা পাথর?

ব্রজেশ্বরের প্রাণ কি নিথর?

সন্দেহে সে হয় না কাতর

রস ছড়ায় সে বাক্যবাণে।