সূচকের মৃদু উত্থানেও কমেছে লেনদেন

অনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুন ২০২১, ১৪:৪৮

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের দুই পুঁজিবাজারে সূচকের মৃদু উত্থান হলেও কমেছে লেনদেন। এদিন দেশের উভয় পুঁজিবাজারেই বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমার মাধ্যমে শেষ হয়েছে সপ্তাহ। ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে এক হাজার ৮৪৭ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৩২ কোটি ৮৪৭ লাখ ১৬ হাজার টাকা। এর আগে বুধবার ডিএসইতে দুই হাজার ১০৯ কোটি ৬৮ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৭২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ২৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বৃহস্পতিবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ১০৪ কোটি ৯৫ লাখ ৯৩ হাজার ৯২৯ টাকা। যা আগের দিনের তুলনায় ২৫ কোটি টাকা বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ৩০৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৫টির। কমেছে ১৯২টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ৫২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৯০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৯৭ পয়েন্টে।

অপরদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৭০ পয়েন্টে। সিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৫৭৬ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ১০৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক নয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৭৭ পয়েন্টে। সিএসআই চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৫ পয়েন্টে।

(ঢাকাটাইমস/১৭জুন/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ভ্যাট ফাঁকি বন্ধ করতে ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ডিভাইস বসানোর উদ্যোগ নেওয়া হবে: অর্থ প্রতিমন্ত্রী

পাটজাত পণ্যের বৈশ্বিক বাজারকে কাজে লাগাতে হবে: পাটমন্ত্রী

অধ্যাপক খলীলী ব্যাংক এশিয়ার বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত

স্বর্ণের দাম কমল ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা

জনতা ব্যাংকের ম‌্যানেজার্স ইন্ডাকশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে স্থানান্তরিত হলো ন্যাশনাল ব্যাংক ডিজাস্টার রিকভারি সাইট

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

টেকসই প্রবৃদ্ধি অর্জন করছে ওয়ালটন, মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা

মিনিস্টারের শতকোটি টাকার ঈদ উপহার জিতে আনন্দিত ক্রেতারা 

সোশ্যাল ইসলামী ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

এই বিভাগের সব খবর

শিরোনাম :