দেশজুড়ে তিন লাখের বেশি নিম গাছ লাগাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুন ২০২১, ১৬:১৬

সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কর্মসূচির বিশেষত্বে দেশজুড়ে তিন লাখ নিম গাছ লাগানোর কর্মসূচি নিয়েছে দলটি।

বিএনপি মহাসচিব ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডে বেরাইদ এলাকায় বিএনপি মহানগর উত্তরের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

দেশের প্রত্যেকটি জেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পাঁচ হাজার করে নিম গাছ লাগাবে। বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। প্রতিটি জেলায় পাঁচ হাজার করে নিমগাছ রোপন করতে প্রতিটি জেলা ও মহানগর নেতাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। সেইসঙ্গে নিমগামের উপকারিতা সম্পর্কে একটি লিফলেটও বিতরণ করতে বলা হয়েছে।

জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে বাদশাহ ফাহাদের আমন্ত্রণে সৌদি আরব গিয়েছিলেন। তখন উপহার হিসেবে বেশ কিছু নিম গাছের চারা নিয়ে গিয়েছিলেন। সৌদিতে এই গাছটি ‘জিয়া ট্রি’ নামে পরিচিতি পায় বলেও জানা গেছে।

(ঢাকাটাইমস/১৭জুন/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :