কিশোর গ্যাং ‘রোমান্টিক গ্রুপের’ ৮ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ জুন ২০২১, ২০:০৬ | প্রকাশিত : ১৭ জুন ২০২১, ১৭:৪৫

রাজধানীর পল্লবী এলাকা থেকে ‘রোমান্টিক গ্রুপ’ নামে একটি কিশোর গ্যাংয়ের আট সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। বুধবার রাতে ছয় ঘণ্টার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশের এই এলিট ফোর্সটি। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে সাতটি ছুরি, একটি খুর এবং ছয়টি মোবাইল।

গ্রেপ্তাররা হলেন- মো. দেলোয়ার হোসেন ওরফে পল্টু, মো. কাউসার হোসেন, মো. নিয়াজ মাহমুদ জুবায়ের, মো. আসিফ হোসেন, মো. আরিফ মো. মেহেদী হাসান, মো. সুজন শেখ এবং মো. শাহরিয়ার সজীব।

বৃহস্পতিবার র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-২ এর একটি দল বুধবার সন্ধ্যা ছয়টা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত পল্লবী এলাকায় পৃথক পৃথক অভিযান চালায়। অভিযানে দেলোয়ার হোসেন ওরফে পল্টু, মো. কাউসার হোসেন, মো. নিয়াজ মাহমুদ জুবায়ের, মো. আসিফ হোসেন, মো. আরিফ মো. মেহেদী হাসান, মো. সুজন শেখ এবং মো. শাহরিয়ার সজীব নামে কিশোর গ্যাংয়ের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা স্থানীয়ভাবে পরিচিত কিশোর গ্যাং ‘রোমান্টিক গ্রুপের’ সদস্য। তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন দলে ভাগ হয়ে ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। গ্রেপ্তাররা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়াসহ নানাবিধ অনৈতিক কাজে লিপ্ত বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে। এলাকায় প্রভাব বিস্তারে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে তারা। এছাড়া নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখতে অন্যান্য কিশোর গ্যাংয়ের সঙ্গে মারামারিসহ নানা সশস্ত্র সংঘর্ষেও জড়াতো।

ঢাকাটাইমস/১৭জুন/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

জবিতে যৌন হয়রানি: জীবনের নিরাপত্তা চেয়ে আরেক ছাত্রীর অভিযোগ ডিবিতে

বিভিন্ন ব্র্যান্ডের নকল ফোন বানিয়ে অর্ধেক দামে বিক্রি করতেন তারা: পুলিশ

বাইক চালককে হত্যার পর মুখে পেট্রোল ঢেলে আগুন দেয় ছিনতাইকারীরা

খিলক্ষেতে বাসার ছাদে নিয়ে তরুণীকে ধর্ষণ, পলাতক আসামি গ্রেপ্তার

অপরাধের ‘নতুন ধরন’: রিমোট দিয়ে ওজন নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীদের ঠকাতেন তারা

অবন্তিকার আত্মহত্যা: সহকারী প্রক্টর ও সহপাঠীর সংশ্লিষ্টতা আছে: ডিএমপি

ঘুস না পেয়ে শিশু হাসপাতালে রোগীর স্বজনকে মারপিট, দুই আনসার গ্রেপ্তার

অবন্তিকার মৃত্যু: জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম আটক

চিকিৎসক পরিচয়ে অভিজাত হোটেলে চুরি, বিলাসী জীবন যাপন জুবাইদার

অনলাইনে প্রতারণায় বাংলাদেশি শিক্ষার্থীদের কাজে লাগাচ্ছে চাইনিজরা

এই বিভাগের সব খবর

শিরোনাম :