আবার জরিমানা গুনল আলমাস

প্রকাশ | ১৭ জুন ২০২১, ২০:৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আমদানিকারকের তথ্য ছাড়াই বিদেশি খাদ্যদ্রব্য বিক্রিসহ বেশ কিছু অভিযোগে জরিমানা গুনল আলমাস সুপার শপ। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভেজাল বিরোধী অভিযানে প্রতিষ্ঠানটির ধানমন্ডি শাখাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান নেতৃত্বে ধানমন্ডির আলমাস সুপার শপে অভিযান পরিচালনা করা হয়। এসময়  আমদানিকারকের তথ্যবিহীন বিদেশি খাদ্যদ্রব্য এবং  যথাযথ মোড়কীকরণ, চিহ্নিতকরণ ও লেবেল সংযোজন ছাড়া প্যাকেটজাত খাদ্যদ্রব্য বিক্রির দায়ে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়।

জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। এসময়   নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা ও লিফলেট দেয়া হয়।

এর আগেও বসুন্ধরা সিটির আলমাস সুপার শপে দেশি কসমেটিকস পণ্য, শ্যাম্পু, সাবান, ব্যাগসহ বিভিন্ন পণ্য বিদেশি বলে বিক্রির অভিযোগে জরিমানা করেছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ঢাকাটাইমস/১৭জুন/বিইউ)