প্রতিটি মানুষের টিকা নিশ্চিতে জাতিসংঘকে আহ্বান বাংলাদেশের

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ১৮ জুন ২০২১, ১৫:২৩

বিশ্বের প্রতিটি মানুষকে কোভিড-১৯ প্রতিরোধ টিকা নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে এ দাবি জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

শুক্রবার জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে এক বিবৃতিতে এ তথ্য তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ এর টিকা প্রদানে মধ্যবিত্ত ও গরিব দেশগুলোর তুলনায় ধনী দেশগুলো অনেক এগিয়ে। অনেক ধনী দেশ এরইমধ্যে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিমাণ টিকা কিনে মজুত রেখেছেন এমন অভিযোগও পাওয়া গেছে।

অপরদিকে, বাংলাদেশসহ অনেক দেশ টিকা পেতে ধনীদের দ্বারে দ্বারে ঘুরছে। অথচ কোনো সমাধান মিলছে না। কোভ্যাক্স থেকেও উন্নয়নশীল বা গরিব দেশগুলো আশানুরূপ সাড়া পাচ্ছে না।

কোভিড-১৯ ভ্যাকসিনকে জনসাধারণের সম্পত্তি হিসেবে ঘোষণা করায় জাতিসংঘ এবং সংস্থাটির মহাসচিবকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

জাতিসংঘ মহাসচিব সাম্প্রতিক জি-৭ শীর্ষ সম্মেলনে ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের বিশেষ সম্পর্ক রয়েছে।’

এছাড়া জাতিসংঘের কার্যক্রমের মধ্যে শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন আন্তোনিও গুতেরেস।

রোহিঙ্গা ইস্যুতে দৃষ্টিপাতের জন্য জাতিসংঘের মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতির অবনতি হওয়ায় মহাসচিবের ব্যক্তিগত হস্তক্ষেপ এখন আগের চেয়ে বেশি প্রয়োজন। প্রকাশ্যে মানবাধিকার লঙ্ঘনের পরেও অনেক প্রভাবশালী দেশ মিয়ানমারের সঙ্গে তাদের অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক বাড়িয়েছে, যা হতাশাজনক।’

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে জাতিসংঘের মহাসচিব বলেন, বিশ্বের বৃহত্তম শরণার্থী গোষ্ঠীকে আশ্রয় দেয়ায় বিশ্ব বাংলাদেশের উদারতা ভুলে যাবে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এসডিজি বাস্তবায়নের পথে রয়েছে। এসডিজির উত্তরণের দেশগুলোর জন্য অব্যাহত সহায়তা ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান।

বৈঠকে অন্যদের মধ্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৮জুন/কারই/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

এই বিভাগের সব খবর

শিরোনাম :