ফরিদপুরে করোনায় তিনজনের প্রাণহানি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুন ২০২১, ১৭:০০

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনজন। এসময় শনাক্ত হয়েছে ৯৪ জন।

সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, করোনায় জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৯৩ জনের। গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবের ৩৩২টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছে ৯৪ জন। জেলায় মোট শনাক্ত হয়েছে ১১ হাজার ৩২৮ জন। আর সুস্থ হয়েছে ১০ হাজার ৪৫৭ জন।

ফরিদপুরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন- গোপালগঞ্জের কাশিয়ানীর মশিযারা বেগম (৬৫), মাদারপুরের শিবচরের সোরহাব মাতুব্বর (৬৫) ও রাজবাড়ীর নারুয়ার আনসার মণ্ডল (৭৫)।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, মোট নমুনা পরীক্ষার শনাক্তের হার ২১% এবং মৃত্যুর হার ১.৭০%, সুস্থতার হার ৯২.৩১%।

(ঢাকাটাইমস/১৮জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :