পুলিশ কনস্টেবলের মেয়ে সাত মাস ধরে নিখোঁজ

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ জুন ২০২১, ১৮:১২ | প্রকাশিত : ১৮ জুন ২০২১, ১৭:৪৮

মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যান আঁখি আক্তার (২০) নামে এক কলেজছাত্রী। এরপর আর তিনি বাড়ি ফিরে আসেননি। সেটি গত বছরের ২৯ ডিসেম্বরের কথা।

দীর্ঘ ৬ মাস ২১ দিন অতিবাহিত হলেও এখনো তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ আঁখি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পড়শিপাড়া গ্রামের পুলিশ কনস্টেবল আবু তাহেরের মেয়ে। আঁখি গফরগাঁও পৌর এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের ছাত্রী।

পুলিশ কনস্টেবল আবু তাহের জামারপুর সদর থানার ২নং পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন। ২৯ ডিসেম্বর মেয়ে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর কোথাও খুঁজে না পেয়ে আবু তাহের মেয়র খুঁজে ৩০ ডিসেম্বর গফরগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবিব জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আঁখি বাড়ি থেকে চলে যাওয়ার সময় মোবাইল ফোন নিয়ে যাননি। বাড়ির সবার নম্বর ট্র্যাকিং করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে যত দ্রুত সম্ভব তাকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।’

এ বিষয়ে নিখোঁজ আঁখি আক্তারের বাবা পুলিশ কনস্টেবল আবু তাহের বলেন, ‘সে গতবছর এসএসসি পরীক্ষায় পাস করার কথা ছিল। কিন্তু তার লেখাপড়ার মান খারাপ, তাই গতবছর এইচএসসি ফরম পূরণ করতে দেয়া হয়নি। পরে ওই বছর সবাইকে অটোপাস দেয় সরকার। তার দাবি ফরম পূরণ করতে পারলে সে অটোপাস করতে পারত। এসব বিষয় নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়। যেভাবেই হোক মেয়েকে খুঁজে বের করার দাবি জানান তিনি।’

(ঢাকাটাইমস/১৮জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত প্রক্টর ও সহপাঠী রিমান্ডে

এই বিভাগের সব খবর

শিরোনাম :