টাঙ্গাইলে ক্রমশ বাড়ছে করোনা, ইউপি চেয়ারম্যানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
| আপডেট : ১৮ জুন ২০২১, ১৮:০৪ | প্রকাশিত : ১৮ জুন ২০২১, ১৭:৫২

টাঙ্গাইলে ক্রমশ করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ নিয়ে জেলার সাধারণ মানুষ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ১৪৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল সদরে ৮২ জন, কালিহাতীতে ৩৪ জন, মির্জাপুরে ৯ জন, দেলদুয়ারে ৪ জন, ধনবাড়িতে ১৪ জন ও ভূঞাপুরে ২ জন রয়েছেন। এ নিয়ে শুক্রবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৫৯৭০ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৯৬ জন। আরোগ্য লাভ করেছেন ৪৩৮৬ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৪৮ জন। সব মিলে টাঙ্গাইলে করোনা ভাইরাসের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিদিনই বাড়ছে নতুন নতুন আক্রান্তের সংখ্যা।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার টাঙ্গাইল থেকে ঢাকায় ৩৩৫টি নমুনার পাঠানো করা হয়। এতে নতুন করে ১৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি। আর সব চেয়ে কম করোনা রোগী শনাক্ত হয় বাসাইল উপজেলায়।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাব উদ্দিন বলেন, গত একমাস ধরে জেলায় করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে গেছে। টাঙ্গাইলে করোনা সংক্রমণের হার বেড়ে ৪৩.২৮ ভাগে দাঁড়িয়েছে। যা বৃহস্পতিবার ছিলো ৩৬.১০ ভাগ। আমরা কঠোর বিধি-নিষেধ আরোপ করার বিষয়ে চিন্তাভাবনা করছি। আগামী রবিবার মিটিং আছে। সেখানে কঠোর লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

(ঢাকাটাইমস/১৮জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :