মির্জাপুরে আসামি ধরতে ওসির পুরস্কার ঘোষণা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুন ২০২১, ১৭:৫৩

টাঙ্গাইলের মির্জাপুরে ওয়ারেন্টভুক্ত কোন আসামি ধরিয়ে দিলে অথবা ধরতে সহযোগিতা করলে ৫০০ টাকা করে পুরস্কার ঘোষণা করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু। মির্জাপুরে কর্মরত শতাধিক চৌকিদার-দফাদার-গ্রাম পুলিশদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তৃতাকালে তিনি এই পুরস্কার ঘোষণা করেন।

শুক্রবার মির্জাপুর থানা হল রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, উপপরিদর্শক (এসআই) রুবেল হোসেনসহ অফিসাররা উপস্থিত ছিলেন।

আইন-শৃঙ্খলা উন্নতির লক্ষে আয়োজিত এ সভায় ওসি শেখ রিজাউল হক চৌকিদার-দফাদার-গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, সরকার আপনাদের বেতন ভাতা ও মর্যাদা বৃদ্ধি করেছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি আপনাদেরও অনেক ভূমিকা রয়েছে। নিজ নিজ এলাকায় অবস্থান করার কারণে এলাকায় কে মাদক বিক্রি করে অথবা কে অপরাধের সঙ্গে জড়িত সে তথ্য আপনারা বেশি জানেন। অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবেন। আপনাদের নাম-পরিচয় গোপন রাখা হবে। তারপরও কোন সমস্যা হলে থানা পুলিশ আপনাদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবে।

সভায় মির্জাপুর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কর্মরত চৌকিদার-দফাদার-গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :