পল্লবীতে কালোবাজারি চক্রের তিন সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুন ২০২১, ২১:১৮

রাজধানীর পল্লবী এলাকা থেকে বিপুল পরিমাণ টিসিবির তেল, চিনি ও ডালসহ কালোবাজারি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। তারা হলেন- মো. আবুল কাশেম, মো. আরমান এবং মো. ইরফান।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব-৪।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার রাত ১০টার দিকে র‌্যাব জানতে পারে, পল্লবী এলাকায় কিছু অসাধু লোক সরকার ঘোষিত ন্যায্যমূল্যের খাদ্যসামগ্রী কালোবাজারিতে বিক্রি করছে। ওই খবরের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে পল্লবী এলাকায় অভিযান চালায়। অভিযানে দুই হাজার ৫২ লিটার তেল, ১৫০ কেজি চিনি ও ১০০ কেজি ডালসহ মো. আবুল কাশেম, মো. আরমান এবং মো. ইরফান নামের তিন কালোবাজারি চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে কালোবাজারিতে টিসিবির তেল, চিনি ও ডাল বিক্রি করে আসছিলেন। তারা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সরকার ঘোষিত টিসিবির নিত্য প্রয়োজনীয় সামগ্রী বস্তায় সংগ্রহ করে রাজধানীসহ আশেপাশের এলাকায় বিক্রি করতেন।

তাদের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে বলে জানায় র‌্যাব।

(ঢাকাটাইমস/১৮জুন/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :