আদালতে আবু ত্ব-হা

রংপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুন ২০২১, ২৩:১৬

আট দিন নিখোঁজ থেকে বাড়ি ফেরা আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তার দুই সঙ্গীকে রংপুর আদালতে তোলা হয়েছে। অপর দুজন হলেন-আবু মুহিত আনছারী ও গাড়িচালক আমির উদ্দিন।

আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। ত্ব-হা নিখোঁজের ঘটনায় করা সাধারণ ডায়েরির (জিডি) আলোকে তিনজনকে আদালতে তোলা হয়েছে।

এর আগে আজ ভোরে অজ্ঞাত স্থান থেকে বাড়ি ফেরেন ধর্মীয় বক্তা আবু ত্ব-হা। পুলিশ বলছে, ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন তিনি। তবে ব্যক্তিগত কারণটা কী তা জানায়নি পুলিশ। তবে জানা গেছে, পারিবারিক কারণে গাইবান্ধায় বন্ধুর বাড়িতে আত্মগোপন করেছিলেন তিনি।

গত ১০ জুন রংপুর একটি ব্যক্তিগত গাড়িতে ঢাকার উদ্দেশে আসার পথে নিরুদ্দেশ হন আবু ত্ব-হা। তখন তার সঙ্গে ছিলেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ। গাড়িটিসহ তাদের চারজনেরই কোনো খোঁজ মিলছিল না বলে ত্ব-হার পরিবার জানায়।

ছেলেকে ফিরে পেতে ১১ জুন বিকালে রংপুর কোতোয়ালি থানায় জিডি করেন ত্ব-হার মা আজেদা বেগম। সেখানে তিন সঙ্গীসহ ঢাকা যাওয়ার পথে ত্ব-হা নিখোঁজ হয়েছেন বলে জানান তিনি।

তার খোঁজে স্থানীয় থানা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ সদর দপ্তর, র্যাব সদরসহ বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরছিলেন তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার, যা নিয়ে সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয়।

তরুণ এই ইসলামি বক্তার নিখোঁজ হওয়ার পরপরই তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। ত্ব-হার নিখোঁজের বিষয়টি শোনার পর সরকারও গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে বলে গতকাল জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে গতকার রংপুরে শ্বশুরবাড়িতে ফেরেন আলোচিত এই ধর্মীয় বক্তা।

বাসায় ফেরার পর ত্ব-হাকে রংপুর কোতোয়ালি থানায় নেয়া হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয় জেলা ডিবি অফিসে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ব্যক্তিগত কারণে ত্ব-হার নিখোঁজ হওয়ার ব্যাপারে।

ত্ব-হার বিষয় জানাতে গিয়ে রংপুর মহানগর পুলিশের এডিসি (মিডিয়া ও ডিবি) ফারুক আহমেদ বলেন, নিখোঁজ হওয়ার পর তারা চারজন একসঙ্গে একই বাড়িতে ছিলেন। তাদের আপাতত পুলিশি হেফাজতে রাখা হবে। সেখানে যাচাই-বাছাই করা হবে। প্রয়োজন হলে আদালতের সঙ্গে যোগাযোগ করা হবে। মামলায় যাওয়ার মতো কোনো প্রমাণ এখনো আমাদের কাছে আসেনি। স্বেচ্ছায় ও ব্যক্তিগত কারণে আত্মগোপনে যেতে তিনি (ত্ব-হা) তার দুজন সফরসঙ্গীর কাছে সহযোগিতা চেয়েছিলেন।’

তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘একটা অপরাধের পেছনে দেখতে হয় তাদের খারাপ উদ্দেশ্য আছে কি না। এখন পর্যন্ত দেশকে বিব্রত বা এ সংশ্লিষ্ট কোনো বিষয় আমাদের কাছে আসেনি। এখন আমরা প্রাথমিক তথ্যগুলো জানাতে পারছি।’

রংপুর থেকে ঢাকা ফেরার পথে নিখোঁজ ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন বলে জানান রংপুর ডিবি পুলিশ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফারুক আহমেদ জানান, ‘এখন পর্যন্ত তার (ত্ব-হা) বক্তব্য অনুযায়ী তিনি ব্যক্তিগত কারণে আত্মগোপন করেছিলেন। তার ব্যক্তিগত বিষয়টি আমি বলতে চাই না।’

কে এই ত্ব-হা

ত্ব-হার আসল নাম মো. আফছানুল আদনান। কিন্তু তিনি আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নামেই পরিচিত। ৩১ বছর বয়সী যুবক ত্ব-হার বাড়ি রাজশাহী হলেও তিনি রংপুর জেলায় নানাবাড়িতে বড় হয়েছেন। ২০১৮ সালে আলোকিত জ্ঞানী প্রতিযোগিতায় প্রথম রানার আর্প হয়েছিলেন তিনি।

ত্ব-হা মুহাম্মদ আদনান রংপুর নগরীর সেন্ট্রাল রোডের আহলে হাদিস মসজিদ এলাকার বাসিন্দা। তিনি প্রথম স্ত্রী হাবিবা নূর, দেড় মাসের ছেলে ও তিন বছরের মেয়েকে নিয়ে শালবন মিস্ত্রীপাড়া চেয়ারম্যান গলিতে ভাড়া বাসায় থাকেন।

ত্ব-হার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা। তিনি ঢাকার মিরপুর আল ইদফান ইসলামি গার্লস মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। তিন মাস আগে তাদের বিয়ে হয়। ত্ব-হা আদনান নগরীর সুরভী উদ্যানের বিপরীতে প্রজন্ম নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। সেটির প্রধান তিনি। সাধারণ শিক্ষার পাশাপাশি কুরআন শিক্ষা দেয়া হতো ওই স্কুলে। করোনার কারণে স্কুলটি দেড় বছর ধরে বন্ধ।

(ঢাকাটাইমস/১৮জুন/কারই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :