বেশি বয়সে মা হলে সুস্থ থাকে সন্তান

স্বাস্থ্য ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জুন ২০২১, ১১:৪৬ | প্রকাশিত : ১৯ জুন ২০২১, ১১:২০

বিবাহিত জীবনের সবাই সন্তান আশা করেন। সন্তান নিতে চাচ্ছেন, কিন্তু ঠিক কিভাবে, বুঝে উঠতে পারছেন না। অনেকেই চল্লিশ পেরিয়ে মা হতে চান। তাদের একটা ভয় কাজ করে সন্তানের জন্য। তবে আতঙ্কিত হবেন না। কারণ আধুনিক চিকিৎসা। বেশি বয়সে মায়ের স্বাস্থ্য নিয়ে একটা চিন্তা থেকে যায় ঠিকই। নিয়ন্ত্রিত খাওয়া দাওয়া, এক্সারসাইজ, হেল্থ চেকআপের জন্য পঞ্চাশেও অনেকেই সুস্থ থাকেন। ফলে সমস্যা হয় না।

নিকটবর্তী অনেকেই জানাতে থাকেন বেশি বয়সে মা হলে অনেক সমস্যা হতে পারে। অনেকের মতে সন্তান বড় হতে না হতেই জোর চলে যায় শরীর থেকে। বিশেষত ৪০ পার করলেই একাধিক রোগ চেপে বসতে থাকে শরীরে। ফলে সন্তানের প্রতি তেমন মন দেওয়া যায় না। কিন্তু, এক্ষেত্রেও একটা ভাল দিক আছে।

গবেষণা বলছে, বেশি বয়সে মায়েরা সন্তানদের ভালো করে মানুষ করেন। এমনই তথ্য দেখা দিল ডেনমার্কের আর্হাস বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায় । যেখানে দেখা গিয়েছে, ৩৫-এর পরে যারা মা হচ্ছেন, তারা অনেক ভালোভাবে বড় করতে পারছেন সন্তানদের।

দেখা গেছে, ৩০-র আগে সন্তান নিলে, সে যখন টিনএজারে পা দেয় তখন মায়ের শারীরিক পরিবর্তন আসে। অনেক সময় কড়া আচরণ দেখান। কিন্তু বেশি বয়সের মায়েরা তেমন কড়া হতে পারেন না। ফলে সন্তানরা মায়ের খেয়াল রাখার পাশাপাশি তাকে মনের কথা বলতে পারে।

৩০-এর পর থেকে মেয়েদের শরীরে ডিম্বাণুর সংখ্যা ও গুণমান কমতে থাকে। ৩৫-এর পর প্রেগন্যান্সির সম্ভাবনা দ্রুত কমে যেতে থাকে। প্রেগন্যান্সি এলেও হরমোনের গোলমালের জন্য মিসক্যারেজ বা গর্ভপাতের সম্ভাবনা বাড়ে।

আবার ডিম্বাণুর গুণমান ভালো না হলে বাচ্চা বিকলাঙ্গ হতে পারে। বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে মায়ের স্বাস্থ্যও। সে ক্ষেত্রেও প্রেগন্যান্সিও জটিল হয়ে পড়ে। সময়ের আগে জন্মালে বাচ্চার ওজন কম হতে পারে। তাই তিরিশের আগেই মা হওয়ার সবচেয়ে উপযুক্ত সময়। আর ৩৫ হলো মাতৃত্বের ডেডলাইন।

(ঢাকাটাইমস/১৯জুন/আরজেড/এজেড)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

এই বিভাগের সব খবর

শিরোনাম :