মোহাম্মদপুরে অপহরণের অভিযোগে একজন গ্রেপ্তার

প্রকাশ | ১৯ জুন ২০২১, ১৭:০১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অপহরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। তার নাম মো. আবুল কালাম।

শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তারের সময় অপহৃত ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৬ মে রাত সাড়ে নয়টার দিকে মো. আল আমিনের নাবালিকা মেয়ে বাসার সামনের খেলতে যায়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও মেয়ে বাসায় ফিরে না আসায় খোঁজ নিতে যান আল আমিন। তখন তিনি জানতে পারেন মো.  আবুল কালাম ও তার এক সহযোগী মিলে তার নাবালিকা মেয়েকে অপহরণ করেছেন। এই ঘটনায় তিনি মোহাম্মদপুর থানায় একটি অপহরণ মামলা করেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে ভুক্তভোগীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করতে র‌্যাব-২ এ বিষয়ে গোয়েন্দা নজরধারি বাড়ায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-২ এর একটি দল জানতে পারে মোহাম্মদপুর এলাকায় ওই মামলার পলাতক আসামি অবস্থান করছে। পরে গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে র‌্যাব-২ এর একটি দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে পলাতক আসামি মো. আবুল কালামকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে তার দেয়া তথ্য মতে ভুক্তভোগীকে গতকাল শুক্রবার রাত ১১টার সময় মোহাম্মদপুরের বিআরটিসি বাস ডিপোর সামনে থেকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতের বরাত দিয়ে র‌্যাব জানায়, তিনি ও তার ভাই মিলে ভুক্তভোগীকে অপহরণ করে। তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯জুন/এএ/জেবি)