মিয়ানমারে সু চির জন্মদিনে ‘ফুল প্রতিবাদ’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুন ২০২১, ১৭:০২

সেনা অভ্যুত্থানের পর রাজধানী নেপিদোতে নিজ বাড়িতে গৃহবন্দি মিয়ানমারের নেত্রী অং সান সু চির জন্মদিনে তার মুক্তির দাবিতে চুলে ফুল গুঁজে বিক্ষোভ করেছে সমর্থকরা। গতকাল দেশটির বড় শহরগুলোতে সু চি সমর্থকরা নেত্রীর মুক্তি চেয়ে এই ব্যতিক্রমী প্রতিবাদে নামেন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, মিয়ানমারে জান্তা শাসনের বিরুদ্ধে দশকের পর দশক ধরে চুলে ফুল পরে প্রতীকী প্রতিবাদ করেছিলেন এনএলডি নেত্রী সু চি। নেত্রীর এই প্রতীকী প্রতিবাদকে স্মরণে রেখে তার জন্মদিনে সমর্থকরা শনিবার শনিবার মাথায় ফুল পরে বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া থেট সউই উইন নামে এক ব্যক্তি জানান, জান্তা সরকারের পর সু চির দল ক্ষমতায় গেলে তার শাসনামলে মানবাধিকার সংক্রান্ত নানা বিষয়ে তিনি সোচ্চার ছিলেন। তবে এখন তিনি অং সান সু চিসহ সব মানুষের স্বাধীনতা দাবি করছেন। একজন মানুষ হিসেবে সু চির অধিকার এবং রাজনৈতিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে মনে করেন উইন।

গত বছরের শেষ দিকে জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে চলতি বছরের গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক জান্তা। বন্দি করা হয় সু চিসহ তার সরকারের একাধিক মন্ত্রী এবং সু চির দলের নেতাকর্মীদের।

এই ঘটনার পর থেকে মিয়ানমারে প্রতিদিনই গণবিক্ষোভ চলছে। বিক্ষোভের কারণে দেশটিরত কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শহরে প্রায় প্রতিদিনই পুলিশের গুলি প্রাণ যাচ্ছে। এখন পর্যন্ত অন্তত ৮৭০ জন বিক্ষোভকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

(ঢাকাটাইমস/১৯জুন/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :