মাদারীপুরে আবারোও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুন ২০২১, ১৭:২৯

মাদারীপুরে আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার অন্য দিনের তুলনায় দ্বি-গুণেরও বেশি। এদিকে চীন সরকারের উপহার সিনোফার্ম ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। শনিবার সকালে জেলা সদর হাসপাতালে ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করা হয়।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানিয়েছে, গেলো ২৪ ঘণ্টায় মাদারীপুর জেলায় নতুন করে ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচে বেশি আক্রান্ত হয়েছেন রাজৈর উপজেলায় ১৫ জন এবং সদর উপজেলায় আক্রান্ত হয়েছে ৮ জন। এছাড়া কালকিনিতে ৭ জন ও শিবচর উপজেলায় ৪ জন আক্রান্ত হয়েছেন। এর আগে ১৭ জুন করোনা শনাক্তের সংখ্যা ছিল পুরো জেলায় ৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ১৭ শতাংশ। মাদারীপুর জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৮৯ জন। যার মধ্যে মারা গেছে ৩০ জন। এই পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছেন ২০ হাজার ৫৫টি, যার মধ্যে সুস্থ হয়েছে ২ হাজার ২৫৬ জন। তবে গত কয়েকদিনের তুলনায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এতে শঙ্কিত সাধারণ মানুষ।

শনিবার সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি আছে ২ জন রোগী। সারাদেশের মতো মাদারীপুরে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ায় রবিবার থেকে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

তিনি জানান, ‘ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। আগামীতে সতেচনামূলক কার্যক্রম জোরদার করা হবে।’

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘জনগণকে সচেতন করার জন্য আগের মতোই তারা কাজ করা হবে। কেউ স্বাস্থ্যবিধি অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে। করোনা কোন একক সমস্যা নয়, এটা সর্বজনীন সমস্যা। তাই সমাধানেও সবার সহযোগিতা প্রয়োজন।’

অন্যদিকে মাদারীপুরের সির্ভিল সার্জন ডা. সফিকুল ইসলাম জানান, চীন সরকার কর্তৃক উপহারস্বরূপ প্রদত্ত সিনোফার্ম ভ্যাকসিন নির্বাচিত জনগোষ্ঠীকে প্রদান করা হচ্ছে। জেলায় মোট ৪ হাজার ৮০০ ডোজ ভ্যাকসিন এসেছে। যা শনিবার থেকে দেয়া শুরু হলো। এই টিকা অগ্রাধিকারভিতিতে সরকারি বিধান মেনে দেয়া হবে এবং বাঁচতে হলে সরকারি স্বাস্থ্যবিধি মানতে হবে।’

(ঢাকাটাইমস/১৯জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :