সপ্তাহ জুড়ে ডিএসইতে লেনদেন কমেছে ১৯ শতাংশ

অর্থনৈতিক প্রতিবেদক,ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জুন ২০২১, ২০:১৩ | প্রকাশিত : ১৯ জুন ২০২১, ১৭:৫৫

সপ্তাহের ব্যবধানে দেশের দুই পুঁজিবাজারে লেনদেনের পাশাপাশি সবগুলো সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। আলোচ্য সময়ে দেশের উভয় পুঁজিবাজারে কমেছে লেনদেনের পরিমান। সপ্তাহটিতে দেশের দুই পুঁজিবাজারে মূলধন কমেছে হাজার কোটি টাকা বেশি। সপ্তাহটিতে ডিএসইতে লেনদেন কমেছে ১৯ শতাংশের বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ নয় হাজার ৯৩৭ কোটি ৭৭ লাখ ৪৪৯ টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ আট হাজার ১৩৪ কোটি ৮২ লাখ ৪৭ হাজার ১০১ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে এক হাজার ৮০২ কোটি ৯৪ লাখ ৫৩ হাজার ৩৪৮ টাকা।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে সিএসইতে বাজার মূলধন ছিল চার লাখ ৩৩ হাজার ৭৮০ কোটি ৪৩ লাখ টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় চার লাখ ৩৩ হাজার ৬৭০ কোটি ৬৩ লাখ ১০ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন কমেছে ১০৯ কোটি ৮০ লাখ টাকা।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে নয় হাজার ৭৯৮ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ২৫৫ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে দুই হাজার ৩৮৯ কোটি ৫৬ লাখ এক হাজার ৫৯০ টাকা বা ১৯.৬১ শতাংশ বেশি হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২ হাজার ১৮৮ কোটি ২৩ লাখ ৯৯ হাজার ৮৪৫ টাকার।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন হয়েছে এক হাজার ৯৫৯ কোটি ৭৩ লাখ ৫৯ হাজার ৬৫১ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল দুই হাজার ৪৩৭ কোটি ৬৪ লাখ ৭৯ হাজার ৯৬৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন কমেছে ৪৭৭ কোটি ৯১ লাখ ২০ হাজার ৩১৮ টাকা বা ১৯.৬১ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বা ০.২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক আট পয়েন্ট বা ০.৬৬ শতাংশ কমে দাঁড়িয়ে এক হাজার ২৯০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আট পয়েন্ট বা ০.৩৬ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৯৭ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৯টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৮টির বা ৩৯.০৫ শতাংশের, কমেছে ২১০টির বা ৫৫.৪০ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির বা ৪.৪৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৮৪ লাখ ০৮ হাজার ২৩২ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫২৭ কোটি ৪৫ লাখ ৮৯ হাজার ২৫৩ টাকার। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৮৩ কোটি টাকার বেশি।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট বা ০.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৭০ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৮ পয়েন্ট বা ০.১৭ শতাংশ কমে অবস্থান করছে ১০ হাজার ৫৭৬ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে অবস্থান করছে ১৩ হাজার ১০৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ছয় পয়েন্ট বা ০.৪৮ শতাংশ কমে অবস্থান করছে এক হাজার ২৭৭ পয়েন্টে এবং সিএসআই দুই পয়েন্ট বা ০.১৮ শতাংশ কমে অবস্থান করছে এক হাজার ৭৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির বা ৪২.০১ শতাংশের দর বেড়েছে, ১৭৬টির বা ৫২.০৭ শতাংশের কমেছে এবং ২০টির বা ৫.৯১ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

(ঢাকাটাইমস/১৯জুন/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

বয়কটের ডাকে অর্ধেকে নেমেছে তরমুজের দাম, তবুও ক্রেতা নেই

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :