বাগেরহাটে হত্যার দুই আসামি আশুলিয়ায় গ্রেপ্তার

প্রকাশ | ১৯ জুন ২০২১, ২০:০১ | আপডেট: ১৯ জুন ২০২১, ২০:১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা পাশে আশুলিয়ার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে বাগেরহাটের রামপাল থানার চাঞ্চল্যকর রেজাউল হত্যা মামলার প্রধান দুই আসামি সাইকুল ও মিজানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার বিকালে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানিয়েছে, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি বাগেরহাটের রামপাল থানা এলাকায় রেজাউল নামের এক ব্যক্তি খুন হন। পরে তার স্ত্রী বাদী হয়ে রামপাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-১২। এই ঘটনার পরে হত্যা মামলায় অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। পুলিশের পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ উৎঘাটনে ছায়াতদন্ত শুরু করে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল একটি আভিযানিক চালিয়ে আশুলিয়া থেকে ওই মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাইকুল শেখ ও মিজান শেখকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‌্যাবকে জানিয়েছেন, তারা দুজনেই হত্যায় প্রত্যক্ষভাবে জড়িত। হত্যার পরেই তারা এলাকা ছেড়ে পালিয়ে ঢাকা চলে আসেন। এরপর তারা আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ নেন। মূলত জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তারা এই হত্যার ঘটনা ঘটিছে।

(ঢাকাটাইমস/১৯জুন/এআর/জেবি)