মির্জাপুরে হেলেপড়া খুঁটি এক সপ্তাহেও মেরামত হয়নি, দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশ | ১৯ জুন ২০২১, ২০:৩০

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের মির্জাপুরে এক সপ্তাহ আগে একটি গাছ ঝড়ে উপড়ে পল্লী বিদ্যুতের তারের উপর পড়ে। এ কারণে খুঁটি হেলে তার পানিতে পড়ে রয়েছে। অভিযোগ উঠেছে, একাধিকবার জানানোর পরও হেলেপড়া খুঁটি ও ঝুলে থাকা তার মেরামতের উদ্যোগ নেয়নি স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিস। ফলে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বাওয়ার কুমারজানী মধ্যপাড়ায় এই খুঁটি হেলে তার পানিতে পড়ে রয়েছে।
এলাকাবাসী জানায়, গ্রামের দক্ষিণপাড়া থেকে মধ্যপাড়া হয়ে উত্তরপাড়ায় পল্লী বিদ্যুতের লাইন টানা রয়েছে। গত কয়েক মাস আগে মধ্যপাড়ায় হাজী ইদ্রিস আলীর বাড়ি সংলগ্ন খুঁটি থেকে সেচপাম্পের জন্য পূর্বদিকে তার টেনে নতুন খুঁটি বসানো হয়। পুরাতন খুঁটিতে টানা না থাকলেও টান্সমিটার বসিয়ে পূর্বদিকে নতুন লাইন টানা হয়। এতে খুঁটিটি ঝঁকিপূর্ণ হয়ে পড়ে। গত এক সপ্তাহ আগে ঝড়ে নতুন খুঁটি সংলগ্ন তারের উপর একটি গাছ উপড়ে পড়ে।
গ্রামের আব্দুল লতিফ, ইব্রাহিম খলিল অভিযোগ করে বলেন, খুঁটি হেলে পানিতে তার পড়ে রয়েছে। এক সপ্তাহ আগে অভিযোগ করা হয়েছে। হেলেপড়া খুঁটি ও ঝুলে থাকা তার মেরামত করছে না পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন। যে কোন সময় এই তারে বিদ্যুতায়িত হয়ে মানুষ মারা যেতে পারে বলে তারা জানিয়েছেন।
মির্জাপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জাকির হোসেন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, দ্রুত সময়ের মধ্যে হেলেপড়া খুঁটি ও ঝুলে থাকা তার মেরামত করা হবে।
(ঢাকাটাইমস/১৯জুন/এলএ)