শিবচরে বইছে ভোটের আমেজ

সাগর হোসেন তামিম, মাদারীপুর
| আপডেট : ১৯ জুন ২০২১, ২০:৪৬ | প্রকাশিত : ১৯ জুন ২০২১, ২০:৪৪

দেশে একমাত্র মাদারীপুরের শিবচর উপজেলার ১৩ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থিতা উন্মুক্ত করায় নির্বাচনকে ঘিরে যেন উৎসব বইছে। শেষ মুহূর্তে শিবচরে ১৩ ইউনিয়নে প্রার্থীদের প্রচার-প্রচারণায় উৎসবে রূপ নিয়েছে। উৎসবের রঙ ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে গ্রামে। নির্বাচনে বিএনপি কেন্দ্রীয়ভাবে অংশ না নিলেও শিবচরে বিএনপি প্রার্থীরাও স্বতন্ত্র হিসেবে ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন। এছাড়াও জাকের পার্টি, ইসলামী আন্দোলনও একাধিক ইউনিয়নে প্রার্থী হয়েছেন। প্রার্থী ও ভোটাররা সকলেই খুশি ভোট নিয়ে এমন উৎসবে।

এদিকে আচরণবিধি বজায় রাখতে প্রশাসনের তৎপরতাও চোখে পড়ার মতো। চলছে পুলিশের ব্লক রেইড, মোতায়েন করা হয়েছে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১১ এপ্রিল ছিল প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন। তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নির্বাচন হবে ২১ জুন। দেশের সকল ইউনিয়নে দলীয় প্রতীকে নির্বাচন হলেও জেলার শিবচরের ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা উন্মুক্ত করা হয়েছে। ফলে ঘরে ঘরে এখন প্রার্থীদের পদচারণা আর প্রতিশ্রুতির ফুলঝড়ি। প্রতিটি ইউনিয়নেই আওয়ামী লীগের একাধিক নেতা প্রার্থী হয়ে মাঠে রয়েছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বিএনপি এ নির্বাচনে না আসার কথা বললেও শিবচরে তাদের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। প্রার্থীরা নানান রকম প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। বাহারি গানের তালে তালে চলছে প্রচার-প্রচারণা। রাস্তাঘাট, বাজার, পাড়া-মহল্লা ছেঁয়ে গেছে পোস্টারে ব্যানারে। প্রার্থীদের সহধর্মিনীরাও প্রচারণায় রয়েছেন সমানতালে। আচরণ বিধি শক্তভাবে বজায় রাখতে মাঠে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনও।

এ ব্যাপারে বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অলি উল্লাহ খালাসী বলেন, ‘পরপর দুইবার নির্বাচিত হয়েছি। এবারও জনগণ ভোট দিলে তৃতীয়বারের মতো হ্যাট্রিক জয় করব। আমাদের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। আমাদের এমপি নূর-ই-আলম লিটন চৌধুরীর উন্নয়নের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে থাকতে চাই।’

নির্বাচন নিয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা জানান প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, আসন্ন নির্বাচনের পরিবেশ স্ষ্ঠুু রাখতে প্রতি রাতেই পুলিশের ব্লক রেইড চলছে। এছাড়াও নির্বাচনী এলাকাগুলোতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট ও পুলিশ মোতায়েন রয়েছে। কোন অবস্থাতেই আমরা কোন অরাজক পরিস্থিতি মেনে নেব না। এ পর্যন্ত আমরা ৮০টি মোটরসাইকেল জব্দ করেছি। নির্বাচনের দিন ৪ স্তরের নিরাপত্তা বেষ্টনি থাকবে।

জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘শনিবার রাত ১২টার পর থেকে প্রার্থীদের প্রচার-প্রচারণা বন্ধ থাকবে। রবিবার সকাল থেকে ২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। নির্বাচনের দিন প্রতিটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে ৫টি ইউনিয়ন করে। সব ধরণের প্রস্তুতি সম্পূণ হয়েছে।’

উল্লেখ্য, শিবচরের ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭৩ জন, মেম্বার পদে ৪১০ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(ঢাকাটাইমস/১৯জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :