নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুন ২০২১, ২০:৫০

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, শ্বাসরোধ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, স্বাভাবিক মৃত্যু। তবে, এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

শনিবার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ চতলামাঠ এলাকা থেকে গৃহবধূর লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

নিহত গৃহবধূর নাম জোৎস্না বেগম (৩৮)। তিনি সদর উপজেলার বক্তাবলী এলাকার মৃত হাবিবুর রহমান হাবিবের মেয়ে। নিহতের স্বামী মো. ইলিয়াস (৫০) ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার দর্জি বাড়ির তাইজুদ্দিন দর্জির ছেলে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, আমরা ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটা স্বাভাবিক মৃত্যু। তবে নিহতের পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। সঠিক মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় নিহত জোৎস্না বেগমের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১৯জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :