ব্যবসায়ী মিতুর মৃত্যুর কারণ জানতে প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুন ২০২১, ২১:১৬

একটি আবাসন কোম্পানির পরিচালক ইসরাত জেবিন মিতুর রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানতে পারেনি পুলিশ। তারা প্রতিবেদনের অপেক্ষায়। মিতুর মৃত্যুর পাঁচ দিন পরও তার বাবা কিংবা শ্বশুরপক্ষের কেউ এখনো থানায় কোনো অভিযোগ করেনি বলে জানিয়েছে পুলিশ।

গত সোমবার রাজধানীর গুলশান-২-এর ৬৯ নম্বর রোডের ৯ নম্বরের একটি ভবনের সুইমিংপুলের পাশ থেকে উদ্ধার করা হয় মিতুর মরদেহ।

দুই ছেলে ও এক মেয়ের জননী মিতুর স্বামী নাইম আহম্মেদ একটি স্বনামধন্য ডেভেলপার কোম্পানির পরিচালক। মিতুও ওই কোম্পানির পরিচালক ছিলেন। ঘটনার সময় তার স্বামী বাসায় ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পুলিশ বলছে, গুলশানের ৬৯ নম্বর রোডের ১২তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মারা গেছেন মিতু এটা অনেকটা নিশ্চিত। তবে তিনি ছাদ থেকে কীভাবে পড়েছেন তার তদন্ত চলছে।

আজ শনিবার বিকালে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আমিনুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ‘মিতুর বাবা-মা কিংবা শ্বশুরবাড়ির পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেনি। ওই মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আমরা ময়নাতদন্ত প্রতিবেদন ও সিআইডি থেকে ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় আছি।’

ঘটনার পরপর বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল জানিয়ে ওসি বলেন, ‘কেউ তাকে হত্যায় বা আত্মহত্যায় প্রলুব্ধ করেছিল কি না আমরা এমন কোনো কিছু পাইনি। মিতুর নিজেদের মধ্যে পারিবারিক মনোমালিন্য ছিল, কিন্তু মৃত্যুর কিছুদিন আগে এমন কোনো সমস্যা ছিল না বলে জানতে পেরেছি।’

তবে মিতু এর আগে দু-একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে দাবি তার পরিবারের- এমনই জানান ওসি আমিনুল ইসলাম।

ওসি বলেন, ‘মিতুর বাবা-মায়ের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এর আগেও দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। আর তিনি নাকি ছিলেন খুব জেদি প্রকৃতির মানুষ। হুটহাট যখন যা খুশি করতেন। তিনি ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন এটা আমরা নিশ্চিত হয়েছি। তবে কীভাবে ও কেন এ ঘটনা ঘটল, সেসব জানতে প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।’

জানা গেছে, আবাসন কোম্পানির পরিচালক মিতুর শ্বশুরবাড়ির সূত্রে একটা সম্পর্ক রয়েছে রাজধানীর বিমানবন্দর রোডের পাঁচ তারকা হোটেল লি মেরিডিয়ানের মালিকের সঙ্গে। এ বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, ‘হোটেলটির মালিক সম্পর্কে মিতুর ছোট চাচাশ্বশুর। আর তার শ্বশুর একজন বড় ঠিকাদার।’

(ঢাকাটাইমস/১৯জুন/এসএস/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :