কতো রঙের রঙিলা রে

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
 | প্রকাশিত : ১৯ জুন ২০২১, ২১:৪০

তোমরা এতো রঙের খেলা ক্যামন করে খেলো?

জীবনে নেই রঙের আঁচড়; সবি শাদা-কালো।

চোখের জলের বেসাত বেঁচো রঙের পসরায়,

রঙের এতো ঢঙ দেখে যে পিত্তি জ্বলে যায়।

রঙের বাহার ফুরিয়ে যাবে; হবে ছন্নছারা,

রঙ্গ যখন ভঙ্গ হবে সঙ্গ দেবে কারা?

রবে তুমি সঙ্গবিহীন একলা বেকারার,

তোমায় ফেলে সঙ্গি-সাথি হবে পগারপার।

ওরা কেবল রঙের সাথি, রঙ ফুরালে হাওয়া,

বাপের সাধ্যি নেই যে ওদের টিকির নাগাল পাওয়া।

রঙের লীলা করুণ খেলা বড়োই ভয়ংকর,

রঙের চমক, খ্যাতির বিনাশ—– বন্ধু পরস্পর।

রঙ মেখে আর সঙ সেজো না; রাস্তা ধরো সোজা,

নইলে রঙের কৌটো হবে নিজের কাঁধের বোঁঝা।

ইতিহাসের পাতায় পাতায় লিখছে বেরসিকে,

রঙের যতোই তালি মারো; রঙ তো হবেই ফিঁকে।

রঙের মোড়ক আলগা হলে চমক যাবে টুটে,

উঠবে সবার চোখে তোমার আসল আদল ফুটে।

জং ধরা সব সুখ্যাতিরা হাসবে উপহাসে,

করবে রঙের শাপ-শাপান্ত প্রতি শ্বাসে শ্বাসে।

রঙের হোলি খেলার শেষে উঠবে ধুলির ঝড়,

সব রঙিলার রঙ্গরসই যাবে লোকান্তর।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :