ধামইরহাটে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

প্রকাশ | ১৯ জুন ২০২১, ২১:৫৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নওগাঁর ধামইরহাটে পরিত্যাক্ত মাটির স্তূপ থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কয়েক শত বছরের পুরোনো মূর্তিটি উদ্ধার করা হয়। জানা গেছে, উপজেলার আগ্রাদিগুন ইউনিয়নের বাখরপাড়া (হঠাৎপাড়া) গ্রামের জনৈক সিরাজুল ইসলামের বাড়ির পূর্ব পার্শ্বে রাস্তার ধারে মাটির স্তূপের ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে, মূর্তিটি আনুমানিক ৬-৭ শত বছরের পুরানো কষ্টি পাথরের বলে ধারণা করা হয়। এর মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। উদ্ধার মূর্তিটির উচ্চতা ১৪ ফুট ৩ ইঞ্চি, প্রস্থ ১০ ইঞ্চি, ওজন  ৫ কেজি ৪৪০ গ্রাম।
(ঢাকাটাইমস/১৯জুন/এলএ)