উপনির্বাচনে প্রার্থী হওয়ায় সিলেটের শফীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশ | ১৯ জুন ২০২১, ২১:৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
শফী আহমেদ চৌধুরী (ফাইল ছবি)

দলের সিদ্ধান্ত উপেক্ষা করে সিলেট-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ায় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফী আহমদ চৌধুরীকে বহিষ্কার করল বিএনপি।

শনিবার রাতে তাকে বহিষ্কার করা হয় বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এমরান সালেহ প্রিন্স।

বিএনপির এই নেতা বলেন, ‘গত ১৫ জুন শফী আহমদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। তিনি গত ১৭ জুন চিঠির জবাব দিয়েছেন। কিন্তু তার চিঠি দলের কাছে গ্রহণযোগ্য না হওয়ায় গঠনতন্ত্রের ৫এর গ ধারা মোতাবেক বিএনপির প্রাথমিক পদসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির পদ থেকে অব্যাহতি দেয়া হয়। একইসঙ্গে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

সরকারের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার বিষয়টি আগেই ঘোষণা দিয়েছিল বিএনপি। কিন্তু সম্প্রতি তফসিল ঘোষণা হওয়ার পর সিলেট-৩আসনের উপনির্বাচনে অংশ নেয়ার কথা ঘোষণা দেন সাবেক সংসদ সদস্য শফী আহমদ চৌধুরী।  এরপর তাকে তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি।

(ঢাকাটাইমস/১৯জুন/বিইউ/জেবি)