জীবন, স্রোতস্বিনীর ন্যায়

প্রকাশ | ২০ জুন ২০২১, ০৮:২৫ | আপডেট: ২০ জুন ২০২১, ০৯:২৫

মাহাবুব কবির পলাশ

 

বিভেদ বিদ্বেষে আলো নেই

রৌদ্রও নেই দুঃখ অভিমানে

উঁচুনিচুর আকাশ তো দেখি না

জাতপাতের পবনই কোথায়!

ধনী দরিদ্র বর্ণের সাগর কই

ভালো মন্দের ছন্দ রূপেন ঝর্ণা দেখিলাম না

অহংকার দম্ভের মৃত্তিকাও পেলাম না

সুন্দর ভালোবাসায় সবই আসে

রয় শুধুই তাই...

জীবন দেখি স্রোতস্বিনীর ন্যায়

শুধুই বয়েই চলে নিরবধি মহামিলনের পানে...

 

আসবে কী পরমসুহৃদ?

 

আতঙ্কিত সবাই তারই তরে

স্বাভাবিকতা নাই, এতোটুকু

মৃত্যুর চেয়ে বড় ভয়, মানবতাই যেথা মরে

এ কোন প্রতিযোগিতায় সবাই

ভাবছে কেবলই নিজেরটাই জয়

আপনায় ভরা সব

বেজে উঠে হারের ডঙ্কায় ওই মনুষ্যত্বে রব

পোশাকি সর্তকতায় চলে

নিজ আত্মকেন্দ্রিকতার নিজ ছলে

তুমি কাউকে ধরো না চেনো না পরিচয় গুনে

মানুষ বড় অসহায়, বৈষম্য বাড়ে শনৈঃ শনৈঃ

করোনায় যত ভয় তার চেয়েও বড় ভয়

ভবিষ্যৎ যে অজানাময়

করোনাকে পরাজয় হবে তো একদিন

দীন আত্মা ভরিবে কী আসবে কী পরমসুহৃদ?

মহামিলনের বারতায় ফিরবে সুদিন, নিশ্চয়