বাবা-মাকে তোমরা বৃদ্ধাশ্রমে দিও না: জায়েদ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুন ২০২১, ১১:১৭
জায়েদ খানের সঙ্গে তার বাবা এম এ হক

আজ জুন মাসের তৃতীয় রবিবার। নিয়ম মতো বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব বাবা দিবস। বিশেষ এ দিনে ভক্তদের বিশেষ অনুরোধ জানালেন চিত্রনায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

প্রয়াত বাবা এম এ হকের সঙ্গে তোলা একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লিখলেন, বাবা-মাকে তোমরা বৃদ্ধাশ্রমে দিও না।

জায়েদ লিখেছেন, ‘বাবার কোনো দিবস নাই। বাবা মানে ছায়া। বাবা নেই তাই আজ ছায়াও নাই। অনেক কিছু করার ছিল বাবার জন্য করতে পারিনি। আল্লাহর কাছে প্রতি নামাজের ওয়াক্তে নামাজ পড়ে তোমার জন্য দোয়া চাই। নিশ্চয়ই আল্লাহ তোমাকে জান্নাতের সর্বোত্তম জায়গায় রাখবেন। তোমাকে অনেক মিস করি বাবা। দেখতে কি পাও তা!’

অভিনেতা তার স্ট্যাটাসের শেষ দিকে লিখেছেন. ‘বাবা দিবসে পৃথিবীর সকল সন্তানদের কাছে আমার একটা অনুরোধ, প্লিজ তোমাদের বাবা-মাকে তোমরা বৃদ্ধাশ্রমে দিও না।’

গত বছরের ৩১ ডিসেম্বর ক্যানসার, নিউমোনিয়াসহ বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নায়ক জায়েদ খানের বাবা এম এ হক। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

ঢাকাটাইমস/২০জুন/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :