‘বাবাদের ভালো রাখার দায়িত্ব সব সন্তানের’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুন ২০২১, ১৬:৪০

বাবারা সারাজীবন সন্তানকে ভালো রাখার চেষ্টা করেন। নিজের সব শখ আহ্লাদ ভুলে গিয়ে আগলে রাখেন সন্তানদের। এজন্য বাবাদের ভালো ও নিরাপদ রাখতে সব সন্তানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতীয় পুরুষ সংস্থা।

রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এই আহ্বান জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, সংবাদ মাধ্যমে দেখতে পাই, ছেলের সামনে বাবাকে প্রকাশ্যে হত্যা করা হয়। এই নির্মম হত্যা আর কোনো ছেলেকে যেন দেখতে না হয়। এসব হত্যাকাণ্ডের দ্রুতবিচার করতে হবে। বাবাকে নিরাপদ রাখতে সন্তানদের এগিয়ে আসতে হবে। আমরাই পারি বাবাদের ভালো রাখতে।

আইনের শাসনের মাধ্যমে বাবাদের জীবন নিশ্চিত করতে হবে হবে বলে জানিয়ে তারা বলেন, অর্থবহ কর্মসংস্থানের মাধ্যমে তাদের জীবন সুরক্ষায় এগিয়ে আসতে হবে। বাবারা সারাজীবন সন্তানের ভালো থাকার বিষয়ে কাজ করে যান। নিজের সব শখ আহ্লাদ ভুলে গিয়ে আগলে রাখেন সন্তানদের। একজন বাবার ঋণ কখনো শোধ করা যাবে না। তাই বাবাদের কখনো অবহেলা করবেন না।

আর কোনো বাবাদের যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয় সে বিষয়েও প্রতিটা সন্তানের প্রতি আহ্বান জানানো হয় মানববন্ধনে।

মানববন্ধন উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি জসিম উদ্দিন রাজা, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সদস্য মো. বাবুল ইসলাম ও আজিম উদ্দিন প্রমুখ।

(ঢাকাটাইমস/২০জুন/আরকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :