বিএসএমএমইউয়ে ফের শুরু হচ্ছে প্রথম ডোজের টিকাদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুন ২০২১, ১৮:১৭

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আগামীকাল সোমবার থেকে আবার শুরু হচ্ছে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকাদান কার্যক্রম।

রবিবার বিএসএমএমইউর উপাচার্য শারফুদ্দিন আহমেদ তার কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

উপাচার্য বলেন, আগামীকাল সকাল সাড়ে নয়টা থেকে এই টিকাদান কার্যক্রম শুরু হবে। যারা সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেও এখন পর্যন্ত এক ডোজও টিকা নিতে পারেননি তারাই এই টিকা নিতে পারবেন।

বিএসএমএমইউর উপাচার্য বলেন, ভ্যাকসিন নেয়ার পাশাপাশি করোনা প্রতিরোধে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন মাস্ক ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা ও প্রয়োজন মতো হাত ধুতে হবে।

প্রসঙ্গত, বিএসএমএমইউর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে গত ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫৬৪ জন। এরপর আগামীকাল সোমবার থেকে আবারো শুরু হচ্ছে প্রথম ডোজের টিকাদান কার্যক্রম।

এদিকে বিএসএমএমইউর শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে রবিবার ২০ জুন ১৭৯ জন কোভিড ১৯ এর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। এ নিয়ে আজ রবিবার ২০ জুন পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪৬ হাজার ৮৮১ জন। এদিকে বেতার ভবনের পিসিআর ল্যাবে আজ রবিবার ২০ জুন পর্যন্ত এক লাখ ৫৩ হাজার ৪৮ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে আজ রবিবার পর্যন্ত এক লাখ এক হাজার ৪৯২ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। অন্যদিকে করোনা ইউনিটে আজ রবিবার সকাল আটটা পর্যন্ত নয় হাজার ৩৬৫ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন পাঁচ হাজার ১৯৯ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন চার হাজার ৩৭০ জন। বর্তমানে ভর্তি আছেন ১০৮ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ১৮ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন।

(ঢাকাটাইমস/২০জুন/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

এই বিভাগের সব খবর

শিরোনাম :