আজীবন সম্মাননা স্বর্ণপদক পেলেন পাঁচ গুণী চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুন ২০২১, ১৯:৩৭

চিকিৎসাসেবা ও শিক্ষায় বিশেষ অবদান রাখায় পাঁচ গুণী চিকিৎসককে আজীবন সম্মাননা স্বর্ণপদক দিয়েছে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন।

রবিবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে লাইফটাইম এচিভমেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়।

আজীবন সম্মাননা স্বর্ণপদক ২০২১ অর্জনকারী গুণী চিকিৎসকরা হলেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ রফিকুল আলম, অধ্যাপক মুহিবুর রহমান, অধ্যাপক আইয়ুব আলী চৌধুরী, অধ্যাপক আছিয়া খানম ও অধ্যাপক নিজামউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য শারফুদ্দিন আহমেদের পক্ষে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) একেএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গুণী চিকিৎসকদের এভাবে সম্মাননা প্রদান করায় তাদের আরও বেশি করে দেশের চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষায় অবদান রাখতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব ডা. কে বি এম হাদিউজ্জামান। স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ডা. মামুন মোস্তাফি। মডারেটরের দায়িত্ব পালন করেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডা. এএসএম তানিম আনোয়ার।

(ঢাকাটাইমস/২০জুন/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :