বাজেটে নীতি সহায়তা দিয়ে দেশীয় তামাক শিল্প রক্ষার দাবি

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুন ২০২১, ১৯:৪২

আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদেশি বহুজাতিক কোম্পানিগুলোকে একচেটিয়া সুবিধা দেওয়া হয়েছে বলে মনে করছে লোকাল ওনড সিগারেট ম্যানুফেকচারার মালিক সমিতি।

তারা বলছেন, দেশীয় তামাক শিল্প রক্ষার স্বার্থে বিদেশি বহুজাতিক কোম্পানির নিম্নস্তর সিগারেটের ওপর শুল্ক বৃদ্ধি করে তামাকের ন্যায্যমূল্য নির্ধারণ ও উৎপাদিত তামাক বিক্রির নিশ্চয়তা দিতে হবে।

দেশীয় তামাক শিল্পের স্বার্থ রক্ষার দাবিতে রবিবার ঢাকার স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তাদের দাবি তুলে ধরে লোকাল ওনড সিগারেট ম্যানুফেকচারার মালিক সমিতি।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, বাজেটে বিদেশি কোম্পানিগুলো একচেটিয়া সুবিধা দেওয়ার ফলে দেশি প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে পড়বে। প্রতিযোগিতায় টিকে থাকতে দেশীয় কোম্পানির তৈরি সিগারেট কমপক্ষে এক টাকা কমাতে হবে।

তাদের প্রতিষ্ঠান ও দেশীয় তামাক শিল্প রক্ষায় বাজেটে নীতি সহায়তাও চেয়েছে লোকাল ওনড সিগারেট ম্যানুফেকচারার মালিক সমিতি।

(ঢাকাটাইমস/২০জুন/এসআই/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :