কুষ্টিয়ায় জমিসহ ঘর পেল ১৬৫ পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুন ২০২১, ২২:৩২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া মুজিববর্ষের উপহার হিসেবে দ্বিতীয় দফায় জমিসহ একটি করে দুই কক্ষবিশিষ্ট ঘর পেল কুষ্টিয়ার ১৬৫টি পরিবার। রবিবার প্রধানমন্ত্রী দেশব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ন-২ প্রকল্পের উদ্বোধন করেন।

পরে কুষ্টিয়ার জেলা প্রশাসক এবং স্ব-স্ব উপজেলা নির্বাহী কমকর্তারা এসব ঘরের চাবি, জমির কাগজ বুঝিয়ে দেন উপকারভোগীদের।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কুষ্টিয়ার উপকারভোগীদের মধ্যে সদর উপজেলায় ২০টি, কুমারখালী উপজেলায় ৬টি, খোকসা উপজেলায় ৩২টি, মিরপুর উপজেলায় ৩০টি, ভেড়ামারা উপজেলায় ৫৫টি এবং দৌলতপুর উপজেলায় ২২টি পরিবারকে এ ঘর দেয়া হয়।

নির্মাণকৃত দুই কক্ষবিশিষ্ট প্রতিটি গৃহে রান্নাঘর, বৈদ্যুতিক সংযোগ, টয়লেট ও ইউটিলিট স্পেসসহ অন্যান্য সুবিধা রয়েছে।

জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের উদ্যোগে স্ব-স্ব উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২ শতাংশ করে জমির কাগজ এবং ঘরের চাবি হস্তান্তর করেন।

(ঢাকাটাইমস/২০জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :