শ্যামলীতে জেএমবি সদস্য গ্রেপ্তার

প্রকাশ | ২০ জুন ২০২১, ২২:৫২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানী শ্যামলী এলাকা থেকে একজন সক্রিয় জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। তার নাম জামাল উদ্দিন ওরফে জামাল ইসলাম।

রবিবার বেলা পৌনে তিনটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

রবিবার রাতে র‌্যাব -২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-২ এর একটি দল বেলা পৌনে তিনটার সময় শেরেবাংলা নগর থানার শ্যামলী শিশু মেলা এলাকায় অভিযান চালায়। অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য মো. জামাল উদ্দিন ওরফে জামাল ইসলামকে উগ্রবাদী বই ও লিফলেটসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জামালের বরাত দিয়ে র‌্যাব জানায়, তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির একজন সক্রিয় সদস্য। তিনি দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র ইসলামি জঙ্গিবাদী বই ও প্রচারপত্র প্রচার করে নতুন সদস্যদের দলভুক্ত করার বিভিন্ন কাজ করে আসছিলেন। তিনি নিয়মিত মাসিক ভিত্তিতে সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ বা প্রদান করতেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২০জুন/এএ/জেবি)