বগুড়ায় আরও তিনজনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুন ২০২১, ২৩:০০

বগুড়ায় গত ২৪ ঘন্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। গত ৫ দিনে মৃত্যু হলো ১৬ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৪৬ নমুনার ফলাফলে নতুন করে ৭৪ জন করোনায় শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ১৭ জন। শনিবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান।

২৪ ঘণ্টায় যারা করোনায় মারা গেছেন তারা হলেন জয়পুরহাট জেলার আব্দুল ওয়াদুদ (৬৭), বগুড়া সদর উপজেলার মনছের আলী (৫৫) এবং জয়পুরহাট জেলার ওয়াদুদ (৫৫)।

ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ১৯ জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৩৮টি নমুনায় ৭১ জনের পজিটিভ এসেছে। টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮ নমুনায় ৩ জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২১ দশমিক ৩৮ শতাংশ। নতুন আক্রান্ত ৭৪ জনের মধ্যে সদরের ৫১ জন, সোনাতলায় ৭ জন, শেরপুরে ৫ জন, শাজাহানপুরে ৪ জন, আদমদীঘিতে ৩ জন, গাবতলীতে ২জন, শিবগঞ্জ ও সারিয়াকান্দিতে একজন করে আক্রান্ত হয়েছেন।

(ঢাকাটাইমস/২০জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :