সালথায় নতুন বাড়ি পেল আরো দুই শতাধিক গৃহহীন পরিবার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুন ২০২১, ২৩:০৭

দ্বিতীয় পর্যায় ফরিদপুরের সালথায় আরো দুই শতাধিক ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল নতুন বাড়ির চাবি আর জমির দলিল। বাড়ি আর জমির মালিক হলেন তারা। এ নিয়ে তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি জমি তাদের নামে বরাদ্দ দিয়ে বাড়ি করে দেওয়া হয়েছে। দৃষ্টি নন্দন ও সুনন্দিত প্রাকৃতিক পরিবেশে এই বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। রবিবার বেলা ১২টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে এসব নতুন বাড়ির চাবি ও জমির দলিল তাদের হাতে তুলে দেওয়া হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম, উপজেলা প্রকৌশলী তৌহিদুল রহমান, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ প্রমুখ।

(ঢাকাটাইমস/২০জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :