তুরস্ককে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল সুইজারল্যান্ড

প্রকাশ | ২১ জুন ২০২১, ১১:৪৭ | আপডেট: ২১ জুন ২০২১, ১১:৫১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা তুরস্ককে ৩-১ গোল ব্যবধানে হারিয়ে সেরা ষোলোর আশা এখনো বাঁচিয়ে রেখেছে সুইজারল্যান্ড ফুটবল দল। ওয়েলসের সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে গ্যারেথ বেল বাহিনী।

‘এ’ গ্রুপে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইতালি। আর ৪ পয়েন্টে দুইয়ে ওয়েলস। তাদের সমান পয়েন্ট নিয়েও পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে সুইজারল্যান্ড। সেরা ষোলোতে উঠতে হলে অপেক্ষা করতে হবে গ্রুপপর্বের শেষ ম্যাচ অবধি। কেননা প্রতিটা গ্রুপের তৃতীয়স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা চারে জায়গা করতে না পারলে এখানে ইউরো মিশন শেষ হবে জর্ডান সাকিরিদের।

গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমে তুরস্কের বিপক্ষে খুব একটা বেগ পেতে হয়নি ভ্লাদিমির প্যাটকোভিচের শিষ্যদের। এদিন ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণে এগিয়ে থাকে সুইস বাহিনী।

এর ধারাবাহিকতায় ম্যাচের ষষ্ঠ মিনিটেই দলকে এগিয়ে নেন দলীয় ফরোয়ার্ড হ্যারিস সেফেরোভিচ। এর ২০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন শাকিরি। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ায় তুর্কি বাহিনী। আর ৬২তম মিনিটেই আসে সফলতা। অসাধারণ এক গোলে ব্যবধান কমান কাভেচি।

এর পাঁচ মিনিট পরই অবশ্য ব্যবধান আবার বাড়িয়ে নেয় সুইজারল্যান্ড। স্টিভেন সুবারের পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় বাঁ পায়ের শট নিজের দ্বিতীয় গোলটি করেন সাকিরি। প্রথম দুই গোলেও সহায়তা করেন সুবার।

(ঢাকাটাইমস/২১জুন/এমএম)