কবিতা

শূন্যের উপর তাসের ঘর (গীতিকা)

প্রকাশ | ২১ জুন ২০২১, ১২:৪৫

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

শূন্যের উপর তাসের ঘর

ঘরের চালে আউলা খড়;

ভিতরে বয় তুফান-ঝড়

খোপের ভিতর নিরন্তর--

ডানাভাঙা কবুতর

ছটফটায় রে ছটফটায়।

 

পানির উপর অগ্নিগিরি

লোভের লাভার ঝকমারি;

রতিপতির ছলচাতুরি

ফুল্কি মারে রূপছটায় গো

আগুন জ্বালায় খড়কুটায়--

ডানাভাঙা কবুতর

 

ছটফটায় রে ছটফটায়।

কবুতরের কলের দমে

কালের কালি নিত্য জমে;

ছটফটানি যখন কমে

রঙ্গ শেষে সব গুটায় গো

আপন দেশেই ঘর জোটায়--

ডানাভাঙা কবুতর

ছটফটায় রে ছটফটায়।

 

শূন্যের উপর তাসের ঘর

খোপের ভিতর নিরন্তর-

ডানাভাঙা কবুতর

ছটফটায় রে ছটফটায়।