রোচ-মেয়ার্সের দিনেও স্বস্তি নেই ক্যারিবিয়ানদের

প্রকাশ | ২১ জুন ২০২১, ১৩:৩৫ | আপডেট: ২১ জুন ২০২১, ১৩:৩৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বল হাতে তৃতীয় দিনে ক্যারিবিয়ানদেরকে সাময়িক স্বস্তিই এনে দিয়েছিল কেমার রোচ-মেয়ার্সরা। তবে স্বাগতিকদের দিকে চোখ রাঙাচ্ছে বিশাল স্কোরবোর্ড। বৃষ্টিবাধার দিনে প্রোটিয়াদের ১৭৪ রানে থামিয়েও খুব একটা স্বস্তিতে নেই স্বাগতিকরা। শেষ বিকেলের খেলায় দুই ওপেনার ব্র্যাথওয়েট- পাওয়েল জমা করেছে ১৫ রান। ফলে জয়ের জন্য তাদের আরো প্রয়োজন ৩০৯ রান।

দ্বিতীয় দিনের খেলায় স্বাগতিকরা নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৪৯ রানে অলআউট হলে তৃতীয় দিন ব্যাট করতে নামে সফররত দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো করতে দেননি কেমার রোচ। দুর্দান্ত এক গুড লেন্থের বলে জেসন হোল্ডারের ক্যাচ বানান ওপেনার এইডেন মার্করামকে। আউট হওয়ার পূর্বে করেন ৪ রান। এরপর অধিনায়ক ডেন এলগারকে ১০ রানে ফেরান ওই রোচই।

৩৩ রানে দুই উইকেট হারানো দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে পরবর্তী ৪৪ রান যোগ করতেই হারাতে হয়েছে আরো ৫ উইকেট। প্রথম ইনিংসে শতক হাতছাড়া হওয়া কুইন্টন ডি কক এদিন রানের খাতাই খুলতে পারেন নি। প্রোটিয়াদের হয়ে ইনিংসে একমাত্র ফিফটিটি করেন ভ্যান ডার ডুসেন। ১৪২ বলে ৫ চার আর ১ ছয়ে ৭৫ রানের অপরাাজিত ইনিংস খেলেন তিনি।

প্রোটিয়াদের মিডল অর্ডারের ব্যর্থতার দিনে উজ্জল ছিলেন পেসার কাগিসো রাবাদা। ৪৮ বলে ৫ চার ১ ছয়ে তার ৪০ রানে ভর করেই তিনশোর বেশি রানের লিড নেয় সফরকারীরা।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট তুলে নেন কেমার রোচ। আর পুরোদস্তর বোলার বনে যাওয়া কাইল মেয়ার্স নিয়েছেন ৩ উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২৯৮ রান তোলে প্রোটিয়া বাহিনী।

(ঢাকাটাইমস/২১জুন/এইচএন/এমএম)