শিবচরে ভোটার শূন্য ঝুঁকিপূর্ণ কেন্দ্র

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জুন ২০২১, ১৫:৪৪ | প্রকাশিত : ২১ জুন ২০২১, ১৫:৪১

মাদারীপুরের শিবচর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। তবে এর মধ্যে বহেরাতলা উত্তর ইউনিয়নের সত্তার মাদবরেরকান্দি ফোরকানীয়া মাদ্রাসা কেন্দ্রে দুপুর ২টার দিকে কোনো পুরুষ ভোটার দেখা যায়নি। কেন্দ্রটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সকালে ভোটার সংখ্যা বেশি হলেও দুপুরে কমে যায়।

কেন্দ্রের প্রিজাইটিং কর্মকর্তা মো. হানিফ শেখ জানান, বহেরাতলা উত্তর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সত্তার মাদবরেরকান্দি ফোরকানীয়া মাদ্রাসা কেন্দ্রে মাত্র দুটি কক্ষ দিয়ে ভোট গ্রহণ হয়েছে। সকালে ভোটার বেশি থাকলেও দুপুরের পর ভোটার সংখ্যা কমতে থাকে। এই কেন্দ্রে মোট ভোটার এক হাজার ৬৮টি। দুপুর ২টার দিকে নেয়া হয়েছে ৯০০টি। কেন্দ্রেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কারণে আমাদের খুব বেগ পেতে হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে কোথাও বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। ভোটার সংখ্যা অনেক বেশি ছিল। এ কারণে সকালে উপস্থিতি ছিল বেশি।’

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, দুজন ব্যক্তি ভোট দিতে ভোটারকে বাধা দেয়ার কারণে আটক করা হয়। তবে নির্বাচন পরবর্তী সময়ে তাদেরকে ছেড়ে দেয়া হবে। এ ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন এখন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।

জেলা নির্বাচন অফিসের তথ্য বলছে, নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে ২০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ছয়জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকছে। এছাড়া পুলিশ, আনসার, বিজিবি, স্ট্রাইকিং ফোর্স আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে।

এ উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীতা উন্মুক্ত করায় দলীয় প্রতীক ছাড়া প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহণ করছেন। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৭৩ জন, মেম্বার প্রার্থী ৪১০ জন, সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোমবার সারাদেশে ২০৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে জেলার শিবচর উপজেলায় ১৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা এক লাখ ৭১ হাজার ২৫৫ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৮৯ হাজার ৪০০ জন, মহিলা ভোটার ৮১ হাজার ৮৫৫ জন। মোট ভোট কেন্দ্র ১১৭টি, ভোট কক্ষ ৪৮৭টি।

(ঢাকাটাইমস/২১জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :