লেনদেনের শীর্ষে বেক্সিমকো

প্রকাশ | ২১ জুন ২০২১, ১৫:৫০

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ একপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। এদিন কোম্পানিটি মোট লেনদেন করেছে ১১১ কোটি ৯৪ লাখ ২৩ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটি মোট এক কোটি ১৭ লাখ ২২ হাজার ৭৫৫টি শেয়ার হাতবদল করে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৪.৭০ টাকা দরে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির মোট দুই কোটি ৪৬ লাখ ৬০ হাজার ৫৮৬টি শেয়ার হাতবদল করে। যার বাজার মূল্য ৬৩ কোটি ৮২ লাখ ৭২ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬.২০ টাকা।

লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির মোট এক কোটি ৪৫ লাখ আট হাজার ৯৬৯টি শেয়ার হাতবদল করে। যার বাজার মূল্য ৬০ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪১ টাকা।

এছাড়াও তালিকায় অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড, বিবিএস ক্যাবলস লিমিটেড, এনআরবিসি ব্যাংক লিমিটেড, ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেড, এসকে ট্রিমস লিমিটেড এবং ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

(ঢাকাটাইমস/২১জুন/এসআই)