সাবেক হেফাজত নেতা নাসির উদ্দিন মুনির গ্রেপ্তার

প্রকাশ | ২১ জুন ২০২১, ১৭:১৬ | আপডেট: ২১ জুন ২০২১, ১৭:৫২

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

সাবেক হেফাজত নেতা নাসির উদ্দিন মুনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম রশিদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সোমবার বিকেল সোয়া ৩টার দিকে হাটহাজারী থেকে নাসির উদ্দিন মুনিরকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মার্চে হাটহাজারীতে তাণ্ডবের ঘটনাসহ নাসির উদ্দিন মুনিরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

হাটহাজারীতে সংঘর্ষের চার দিন পর ৩০ মার্চ রাতে হাটহাজারী থানায় পুলিশ বাদী হয়ে চারটি ও ভূমি অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুটিসহ মোট ছয়টি মামলা করে। এসব মামলায় কারো নাম উল্লেখ না করে কয়েক হাজার অজ্ঞাত আসামি করা হয়। 

এদিকে পুলিশ জানিয়েছে, হাটহাজারীতে সহিংসতার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে নাসির উদ্দিন মুনিরের নাম রয়েছে। এ ছাড়া হেফাজতের সাবেক আমির আহমদ শফীকে হত্যার অভিযোগে করা মামলায় পিবিআইর তদন্তেও তার নাম রয়েছে বলে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২১জুন/কেআর)