পাপুলের আসনে এমপি হলেন আ.লীগের নুরউদ্দিন

প্রকাশ | ২১ জুন ২০২১, ২১:০৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

কুয়েতে কারাদণ্ড হওয়ার পর এমপি পদ হারানো শহিদ ইসলাম পাপুলের আসন লক্ষ্মীপুর-২ এর উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন।

সোমবার অনুষ্ঠিত উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নুরউদ্দিন চৌধুরী পেয়েছেন এক লাখ ২২ হাজার ৫৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৮৬৮ ভোট।

রাতে রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল গত বছর ৬ জুন কুয়েতে মানব ও অর্থপাচারের অভিযোগে গ্রেপ্তার হন। চলতি বছরের ২৮ জানুয়ারি তাকে চার বছরের কারাদণ্ড দেয় কুয়েতের আদালত। পরে সাজা বাড়িয়ে সাত বছর করা হয়।

কুয়েতের রায়ের নথি হাতে পাওয়ার পর গত ২২ ফেব্রুয়ারি পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করে তার আসন শূন্য ঘোষণা করা হয়। ১১ এপ্রিল ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা হলেও করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় তা পিছিয়ে ২১ জুন নতুন তারিখ দেয় নির্বাচন কমিশন।  ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে লক্ষ্মীপুর-২ আসনে সংসদ সদস্য হয়েছিলেন পাপুল।

(ঢাকাটাইমস/২১জুন/জেবি)