বাগেরহাটে আরও ৮৬ জন করোনায় আক্রান্ত

প্রকাশ | ২১ জুন ২০২১, ২১:৫৬

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

বাগেরহাটে করোনার সংক্রমণ বেড়ে চলেছে। করোনার হটস্পট মোংলা উপজেলাতে তিন দফায় কঠোর বিধিনিষেধ দিয়েও তা নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। স্বাস্থ্যবিধি না মানায় করোনার সংক্রমণের হার বাড়ছে বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ। বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বাগেরহাটে গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৮৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ২০১টি নমুনা পরীক্ষায় ৮৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। জেলায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার প্রায় ৪৩ শতাংশ। যা গত ২৪ ঘণ্টার তুলনায় ৮ শতাংশ বেশি।

জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলাতে ২৪টি নমুনা পরীক্ষায় ১৬ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। সেখানে সংক্রমণের হার ৬৭ শতাংশ। যা গত ২৪ ঘণ্টার তুলনায় ২২ শতাংশ বেশি।

এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা ভাইরাসে সংক্রমণে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৬৩০ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৭০০ জন। করোনায় আক্রান্ত হয়ে ৬৬ জন মারা গেছেন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।

এদিকে, জেলার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় তৃতীয় দফায় বাড়ানো সাতদিনের কঠোর বিধি ঢিমেঢালাভাবে চলছে। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে সাধারণ মানুষের চলাফেরা বেড়েছে। জনসমাগমের উৎসস্থল হাটবাজারে মানুষের উপচেপড়া ভিড়। প্রশাসনের আরোপ করা কঠোর বিধিনিষেধ কেউ মানছেন না। নৌকাতে গাদাগাদি করে যাত্রী পারাপার চলছে। ফলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।

প্রশাসনের আরোপিত কঠোর বিধিনিষেধ ২৩ জুন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

তারা বলেন, বাগেরহাটে সংক্রমণ বাড়ছে। সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। হাট বাজারে মানুষ মাস্ক ছাড়া ঘোরাঘুরি করছে। স্বাস্থ্যবিধি না মানায় করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করছে। তাই স্বাস্থ্যবিধি মানতে প্রশাসনকে আরও কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাট জেলায় গত দুই সপ্তাহ ধরে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। জেলায় সংক্রমণের হার ৫০ শতাংশ। প্রথমে মোংলাতে সংক্রমণ বাড়তে থাকে। পরে তা আশেপাশের উপজেলাগুলোতেও ছড়াচ্ছে। হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। সংক্রমণ রোধের একটাই উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি না মেনে চললে লকডাউন দিয়ে কোন উপকারে আসবে না। সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখতে সহযোগিতা করার আহ্বান জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২১জুন/এলএ)